"শিশুদের জন্য হ্যাঁ বলুন" পথশিশুদের কখনো অবহেলা করবেন না। সুযোগ পেলে তারাও বিশ্ব জয় করতে পারবে! পথশিশুদের সহায়তায় এগিয়ে আসুন। পথশিশুদের নিজের সন্তানের মত ভাবুন, তাদের সন্মান দিন। পথশিশুরা রাস্তায় জন্ম নেয় না তারা কোন না কোন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় চলে আসে।-- দিদারুল ইকবাল

Friday, December 17, 2010

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মহান বিজয় দিবস পালন

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মহান বিজয় দিবস পালন করেছে

সাউথ এশিয়া রেডিও ক্লাব

১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল। এই দিনে পাকহানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিলো বাঙালী বীর মুক্তিযোদ্ধারা। বিনিময়ে তাদের ঝড়াতে হয়েছিলো অজস্র রক্ত, মা-বোনের ইজ্জত এরপরেও তারা থেমে থাকেনি হায়নাদের ভয়ে। তাদের মহান আত্ন ত্যাগের বিনিময়ে বাঙালী পেয়েছি একটি দেশ, একটি নাম সোনার বাংলাদেশ। যে দেশকে নিয়ে বাঙালী গর্ব করে, ভালবাসে। আর বছরের এই দিনে সেইসব বীর মুক্তিযোদ্ধাদের সমগ্র দেশের মানুষ একহয়ে ধর্ম বর্ন নির্বিশেষে শ্রদ্ধা, ভালবাসা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে স্বরণ করে আসছে ৪০ বছর ধরে।


১৬ই ডিসেম্বর
মহান বিজয় দিবসের এই দিনে রাষ্ট্রীয়, বেসরকারী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচীর। তেমনি বাংলাদেশের অন্যতত বেতার সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর পক্ষ থেকে কিছু কর্মসূচী গ্রহণ করা হয়েছিলো। মহান বিজয় দিবস উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা-র আয়োজন করে। এই প্রতিযোগিতায় যেসকল শিশুরা অংশগ্রহণ করেছে তারা কেউই মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানেনা এমন কি তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও পর্যন্ত। তারা জানে শুধু এটা একটা আনন্দ উৎসবের দিন। তাই সাউথ এশিয়া রেডিও ক্লাব এইসকল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাঙালীর অহঙ্কার মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা দিতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর এই চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা-য় ৫ থেকে ১৩ বছর বয়সি মোট ৪৭ জন সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার আয়োজনগুলির মধ্যে ছিলো, চিক্রাঙ্কন, দাদুর খেলা (বড়দের), দাদুর খেলা (ছোটদের) এবং পুকুড়-পাড় খেলা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ১০টি পুরস্কার দেওয়ার কথা থাকলেও পরে বিজয়ীদের মাঝে ১৪টি পুরস্কার বিতরণ করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে-

প্রথম পুরস্কার - মাসুদ রানা (১২),

দ্বিতীয় পুরস্কার - মো:মজনু (১১),

তৃতীয় পুরস্কার - মো:মাহফুজ (৮) ও

চতুর্থ পুরস্কার - সজিব খান (১৩)

দাদুর খেলা (মেয়েদের-বড়) প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে-

প্রথম পুরস্কার - সোমা আক্তার (১০),

দ্বিতীয় পুরস্কার - রুনা আক্তার (১০),

তৃতীয় পুরস্কার - ফারজানা আক্তার (১০) ও

চতুর্থ পুরস্কার - লিমা আক্তার (১২)

দাদুর খেলা (মেয়েদের-ছোট) প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে-

প্রথম পুরস্কার - মিম আক্তার (৫),

দ্বিতীয় পুরস্কার - পাখি আক্তার (৯) ও

তৃতীয় পুরস্কার - মনি আক্তার (৮)

পুকুড়-পাড় খেলা (ছেলেদের) প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে-

প্রথম পুরস্কার - মো:হদয় (১০),

দ্বিতীয় পুরস্কার - আশি (১০) ও

তৃতীয় পুরস্কার - মো:মহসিন (১১)

প্রতিযোগিতায় যারা পুরস্কার পায়নি সাউথ এশিয়া রেডিও ক্লাব তাদের মাঝে ডয়চে ভেলের কলম ও বেলুন বিতরণ করেছে। শিশুরা উপহার গুলি পেয়ে অনেক আনন্দ উল্লাস প্রকাশ করেছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদানের পূর্বে শিশুদের মাঝে মহান বিজয় দিবস এর তাৎপর্য তুলে ধরেছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর সভাপতি তাছলিমা আক্তার লিমা

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানের ছবি দেখতে লগইন করুন: http://sarc97.blogspot.com/2010/12/blog-post.html