"শিশুদের জন্য হ্যাঁ বলুন" পথশিশুদের কখনো অবহেলা করবেন না। সুযোগ পেলে তারাও বিশ্ব জয় করতে পারবে! পথশিশুদের সহায়তায় এগিয়ে আসুন। পথশিশুদের নিজের সন্তানের মত ভাবুন, তাদের সন্মান দিন। পথশিশুরা রাস্তায় জন্ম নেয় না তারা কোন না কোন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় চলে আসে।-- দিদারুল ইকবাল

Monday, July 26, 2010

অর্থের অভাবে সন্তান বিক্রির সময় মা গ্রেপ্তার

অর্থের অভাবে সন্তান বিক্রির সময় মা গ্রেপ্তার


অভাব – কোথায় নেই এই শব্দটা৷ এই অভাবের কারণে কত কিছুইনা ঘটছে বিশ্বে৷ দুনিয়াতে যত অপরাধ তার বেশ বড় একটা অংশের কারণ এই অভাব৷

এবার এই অভাবের কারণেই নিজের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন এক মা৷ তার বসবাস ফিলিপাইনে৷ নাম মাকারিয়া ইব্রাহিম৷ ২৫ বছর বয়সের এই মা বিক্রি করতে চেয়েছিলেন তার পাঁচ মাস বয়সি সন্তানকে৷

কিন্তু সন্তানটির ভাগ্য ভাল বলতে হবে৷ কারণ পুলিশ তাকে বাঁচিয়েছে বিক্রি হবার হাত থেকে৷ ফিলিপাইনের উত্তর কোটাবাটো প্রদেশের একটি বাজারে বিক্রি হচ্ছিল বাচ্চাটি৷ এমন সময় উপস্থিত জনতার একজন পুলিশকে খবর দেন৷ সঙ্গে সঙ্গে পুলিশ এসে ধরে ফেলে মা মাকারিয়াকে৷ তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান একজন সম্ভাব্য ক্রেতা৷

জানা গেছে, মাত্র ১,০০০ পেসো অর্থাৎ ২২ ডলারের বিনিময়ে মা বেচতে চাচ্ছিলেন তার প্রিয় সন্তানকে৷

উত্তর কোটাবাটো প্রদেশের পুলিশ প্রধান জোসেফ সেমিলানো বলেছেন, মা মাকারিয়াকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷ তদন্ত কর্মকর্তাদের মাকারিয়া বলেছেন, তার কাছে বাচ্চা পালনের মত অর্থ নেই৷ তাই বাধ্য হয়েই নিজের প্রিয় সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷

তবে বাচ্চার বাবা কে, তা জানা যায়নি৷

এদিকে বিক্রি হওয়ার হাত থেকে উদ্ধার করার পর বাচ্চাটিকে এখন সমাজসেবীদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই


সূত্র- ডয়চে ভেলে

No comments:

Post a Comment