"শিশুদের জন্য হ্যাঁ বলুন" পথশিশুদের কখনো অবহেলা করবেন না। সুযোগ পেলে তারাও বিশ্ব জয় করতে পারবে! পথশিশুদের সহায়তায় এগিয়ে আসুন। পথশিশুদের নিজের সন্তানের মত ভাবুন, তাদের সন্মান দিন। পথশিশুরা রাস্তায় জন্ম নেয় না তারা কোন না কোন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় চলে আসে।-- দিদারুল ইকবাল

Sunday, May 01, 2011

আজ পহেলা মে, মহান মে দিবস





আজ পহেলা মে, মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিবস সব বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন আজমাঠে-ঘাটে, কল-কারখানায় খেটে খাওয়া মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিনশ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিননির্যাতন, বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করেশহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেএক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে নেমে আসে পথেসৃষ্টি করে এক অমর উপাখ্যানশ্রমিকরা তাদের এ দাবী কার্যকর করার জন্য সময় বেঁধে দেয় ১৮৮৬ সালের ১লা মেকিন্তু কারখানা মালিকগণ এ দাবী মেনে নেয় না১ মে শুরু হওয়া এ শ্রমিক আন্দোলন অব্যাহত ছিল আরও কয়েকদিনঅব্যাহত থাকে ধর্মঘটও৩ মে একটি ফসল কাটার কারখানার সামনে শ্রমিক সভায় পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারায় ৬ জন শ্রমিকএ হত্যার প্রতিবাদে ৪ঠা মে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হনতখন আগস্ট স্পীজ নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেনহঠা দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয়পুলিশবাহিনী তক্ষনাত আন্দোলনরত শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করেপুলিশের বর্বরোচিত হামলা ও নির্বিচার গুলিবর্ষণে আরও ৪ জন শ্রমিক শহীদ হনপুলিশ হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করা হয়এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়েদেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য১৮৮৭ সালের ১১ই নভেম্বর এক প্রহসনমূলক বিচারের পর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন, অন্যএকজনের পনের বছরের কারাদন্ড হয়ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে২৬শে জুন, ১৮৯৩ ইলিনয়ের গভর্ণর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন, এবং রায়টের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নিঅবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মেকে ঘোষণা দেওয়া হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে শুরু করে 'মে দিবস' নামে কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই দিনটি পালিত হয় না১৮৮৬ সালের শ্রমিকের বুকের রক্তে লেখা সে ইতিহাসের পথ ধরেই নতুন করে আজ উজ্জীবিত হবে শ্রমজীবী মানুষ

No comments:

Post a Comment